মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল’সহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর র্যাব ৬- এর সদস্যরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার সয়য় তাকে আটক করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি দেখতে পেয়ে আরিফ হোসেনের সহযোগী আমির হোসেন আমু নামে আরো একজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।আটক আসামী আরিফ হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোহাম্মদ খোরশেদ আলীর ছেলে।র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের মোঃ আমির হোসেন আমুর বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল সহ আরিফ হোসেনকে আটক করা হয়।যশোর র্যাব ৬-এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে, জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিকে যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।