যশোরে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ২৯ বোতল বিদেশি মদ ও ১০০ পিস ইয়াবাসহ আলোচিত মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদ আটক হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। সাব্বির শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, ওইদিন রাত ৯টার দিকে ডিবি সদস্যরা শহরের খড়কী ধোপাখোলা পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এসময় পুলিশ জাহিদুল ইসলামের বাড়ির পাশের রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার জব্দ করেন। পুলিশ দেখে কার থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও উদ্ধার করা হয় ২৯ বোতল বিদেশি মদ। এ ব্যাপারে এএসআই নাজমুল যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
একইদিন রাতে ডিবি পুলিশের অপর এক অভিযানে শহরতলীর তরফ নওয়াপাড়া কলেজ রোড থেকে সাব্বির আহমেদকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
মঈন উদ্দীন
এডিপি বাংলা
যশোর।