আবু সাইদ চৌধুরী (রাণীনগর- নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা যুবলীগ দলীয় কার্যালয়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক – এ কে এমসাইফুল ইসলাম সজল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রেজাউল ও বেলালসহ অনেকেই।
সমাবেশ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com