স্টাফ রিপোর্ট,
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের ষাটকাকড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।
নিহতরা হচ্ছে- শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত আবু হানিফ (১০)।
পুলিশ জানায়, ২ ডিসেম্বর সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় পৌছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী। আহত হয় ১০ বছর বয়সের আবু হানিফ নামে অপর এক শিশু। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সাথে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।