বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের প্রার্থী হয়েছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তবে রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক।
জানা গেছে, ক্রেডিট কার্ড জালিয়াতির কারণে তাকে অবৈধ ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’
তবে হাল ছাড়ছেন না ডলি সায়ন্তনী। আপলি করবেন। তার কথায়, ‘কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা করছি।’
এর আগে ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দলের (বিএনএম) কার্যালয়ে বিভিন্ন শ্রেণি–পেশার নতুন কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দেন। তাদের মধ্যে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।