সাথী সুলতানা, স্টাফ রিপোটার
বাগবাটিতে অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি পুড়ে গেছে। এসময় গোয়াল ঘরে থাকা ৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে।
১ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর আলম ও শাহ জামাল শেখ জানান, রাতে আমরা বসত ঘরে ঘুমিয়ে ছিলাম। বিদ্যুতের তার থেকে আগুন লেগে পাশের খড়ের গাদায় ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে আসবাবপত্রসহ ৪টি বসতঘর পুড়ে গেছে এবং মরে গেছে গোয়ালে থাকা ৩টি গরু। অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা, সোনার গহনা,ঘর, আসবাবপত্রসহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই ঘরগুলো পুড়ে গেছে। মরে গেছে গোয়ালে থাকা গরুগুলো। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।