মোঃ হাসমত আলী অপু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
২রা ডিসেম্বর '২৩' সকাল আনুমানি১০.০০ ঘটিকায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গঙ্গা -কপোতাক্ষ সেচ প্রকল্প জিকে ১ নম্বর ব্রিজের সন্নিকটে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলামের নির্দেশে এসআই মাজেদুল ইসলাম এর নেতৃত্বে কনস্টেবল তারাজুল ইসলাম সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একজন নারী ও একজন পুরুষ এর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
"আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি "।