এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বিশিষ্ট সমাজসেবক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সালজার রহমান (এনডিইউ পিএসসি) বলেছেন, বগুড়ার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিশেষ করে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ কর্মমুখি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির দিকে বেশি মনোযোগি হতে হবে। তিনি শনিবার দুপুরে বগুড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে ‘লেঃ কর্নেল জিল্লুর রহমান, একটি আলোকিত জীবন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বলেন, গতানুগতিকার বাইরে গিয়ে এলাকার জন্য উন্নয়ন কর্মকান্ড চালাতে গিয়ে বাধা আসতে পারে। তবে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার দুর্বার প্রত্যয় মানুষের জীবনকে সফল করে। মহিম সুমন রচিত বইটিতে প্রান্তিক অবস্থা থেকে প্রতিকুলতা জয় করে সফল হওয়ার এক উজ্জল দৃষ্ঠান্ত কর্নেল জিল্লুর রহমান। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের কর্নেল জিল্লুর রহমানের বইটি পড়ে অনুপ্রানিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান। এছাড়া বগুড়া সিরাজগঞ্জ রেলপথ, বিমানবন্দর, পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মতো জনগুরুত্ত্বপুর্ন বিষয়ে বগুড়ার সবাইকে একযোগে নিজনিজ অবস্থান থেকে ভুমিকা রাখারও আহ্বান জানান। বইটির লেখক ও প্রকাশক মইম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু ছাড়াও বক্তব্য রাখেন বগুড়া কলেজের সাবেক অধ্যক্ষ কে বি এম মুসা , কর্নেল জিল্লুর রহমানের জামাতা কমোডর হাসনাত মাহমুদুর রহমান, তাঁর পুত্রদ্বয় যথাক্রমে কর্নেল (অবঃ) ইকবালুর রহমান সৌরভ ও ফেরদৌসুর রহমান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মোকাব্বর হোসেন রাজু। অনুষ্ঠানে বগুড়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কর্নের জিল্লুর রহমান তাঁকে বিশেষভাবে সম্মাননা জানানোর জন্য প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, অধ্যক্ষ মোকাব্বর হোসেন রাজু ও বইটির প্রকাশক মহিম সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২/১২/২০২৩ ইং