সাথী সুলতানা,স্টাফ রিপোর্টোর
: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ- তাড়াশ -সলঙ্গা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আলহাজ্ব মুহা: নুরুল ইসলাম উজ্জ্বল।
নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) বিকেলে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার কর্মবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মুহা:নুরুল ইসলাম উজ্জ্বল আল -আরাফাহ্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল- আরাফাহ্ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী, সৎ, যোগ্য গরীবের বন্ধু অবহেলিত নির্যাতিত গণমানুষের নেতা।
তাড়াশ
তিনি গত নির্বাচনে (রায়গঞ্জ -তাড়াশ- সলঙ্গা) আসনে সদর তো প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। আলহাজ্ব মুহা: নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, রায়গঞ্জ -তাড়াশ উপজেলার জনসাধারণ আমার বাসায় ভিড় করছেন। তারা আমাকে নির্বাচন করতে বলেছেন। তাই আমি গতবারের মতো এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।