বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
তার মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এসে জমায়েত হয়। সেখানে সমবেত জনতার উদ্দেশে এবি তাজুল ইসলাম বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। শেখ হাসিনা এবারও প্রধানমন্ত্রী হবেন, বাঞ্ছারামপুরের মানুষও নৌকায় ভোট দেবেন।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com