সাথী সুলতানা, স্টাফ রিপোটার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ
সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নিবার্হীর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খোন্দকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আল মাঝি জিন্নাহ, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ হদয়, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা,যুগ্ন সম্পাদক শাহিনুল আলম লাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক, ফরহাদ আলী বিদ্যুৎ ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক ও আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের উদ্দেশে এমপি আব্দুল আজিজ,বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন নৌকা দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী কোন দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। দেশ আবার সন্ত্রাসের জনপদে পরিণত হবে।