হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদীতে মাছ ধরতে গিয়ে জালের সাথে উঠে আসে গ্রেনেড। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নাগরবন্দর সংলগ্ন গাংনাই নদীতে। এলাকাটি পাকিস্তানি আমলে কুটি বাড়ি নামে পরিচিত ছিলো। প্রত্যক্ষদর্শী চাঁদনিয়া শিবগঞ্জের জামিল সরকার বলেন, আমি গত সোমবার বেলা ৩টার দিকে গাংনাই নদীতে মাছ ধরার জন্য গেলে আমার জালের সাথে ঐ গ্রেনেডটি উঠে আসে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরে দেয়।
স্থানীয়রা ধারণা করছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই এলাকায় আগে পাকিস্তানী হানাদার বাহিনীদের ক্যাম্প ছিলো।
এ হ্যান্ড গ্রেনেড (হাত বোমা) স্বাধীনতা যুদ্ধের সময়ের। এবিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ হ্যান্ড গ্রেনেড অনেক আগেকার হলেও এর ভয়াবহতা এখনো থাকতে পারে। ঢাকা থেকে কাউন্টার ট্যাররিজম এর বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এটিকে নিস্ক্রিয় করবে। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড দেখার জন্য উৎসুক জনতার ভীড় ছিলো