ঢাকাMonday , 27 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলার শেষ নবাবের সমাধিতে কিছুক্ষণ

    admin
    November 27, 2023 12:01 pm
    Link Copied!

    অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে শওকত এসে বলল, ভাই যেতে হবে চল। ভাগীরথী পার হয়ে পূর্বপাড়ে এসে দুপুরের জন্য কিছু খেয়ে নিলাম। কাসিমবাজার কুঠি দেখতে হবে। মুর্শিদাবাদ থেকে ৭-৮ কিলোমিটার দূরে। কুঠি খুঁজে পেতে একটু কষ্টই হলো। এটি এখন কান্তবাবুর রাজবাড়ি নামে পরিচিত। তখন কাসিমবাজার কুঠির দায়িত্বে থাকা মেজর উইলিয়াম ওয়াটস কোম্পানির দূত হিসেবে কাজ করায় রাজপ্রাসাদসহ সর্বত্রই ছিল তার অবাধ যাতায়াত। এ কুঠিতে বসেই সব ষড়যন্ত্র হয়। কুঠি দেখা শেষ করে আমাদের রিসোর্টে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গেল। রাতে খাবার খেয়ে তাড়াতাড়িই শুয়ে পড়লাম। রাষ্ট্র, রাজনীতি, ধনসম্পদ এবং তার সঙ্গে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ির রক্তাক্ত ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির কথা মন থেকে কিছুতেই দূর করতে না পারায় ঘুম ভালো হলো না। মানুষ প্রজাতি জন্মের শুরু থেকে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত আছে। পৃথিবীর অন্য কোনো প্রাণিকুলে নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব-সংঘাত নেই। সাধারণ মানুষ থেকে অসাধারণদের কারণেই অশান্তি বেশি হয়। খুব ভোরেই বিছানা থেকে উঠে পড়লাম। মুখ-হাত ধুয়ে রুমসংলগ্ন বারান্দায় গেলাম। মৃদু শীতের আবেশে পিঠে প্রাত সূর্যের রোদ, সামনে ভাগীরথী নদী। সুন্দর এক অনুভূতিতে ভাবি এত ট্র্যাজেডি এবং এত রক্তের সাক্ষী হয়েও অনন্তকাল ধরে নীরবে বয়ে চলেছে ভাগীরথী। এক দিনের জন্যও থেমে যায়নি। হেমন্তের এক বিকালে দেখা কাসিমবাজারের কুঠির কথা ভাবতেই ঢাকার গুলশান-বারিধারায় অধুনা কিছু কাসিমবাজারের কুঠির চেহারা মনে উঁকি দেয়। দুয়ের মধ্যে আড়াই শ বছরের ব্যবধান হলেও কী আশ্চর্য মিল। আর ঢাকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের ভিতরে মীরজাফর, ইয়ার লতিফ, জগৎশেঠ ও উমিচাঁদের সংখ্যা এখন কত হবে তা ভাবতেই মনে শঙ্কা আসে। সিরাজ যেমন দাদু আলিবর্দী খাঁর রাজ্য রক্ষার জন্য জীবন দিয়েছেন, তেমনি আড়াই শ বছর পর একাধিকবার ভয়ংকর হত্যাচেষ্টার হাত থেকে এখনো বেঁচে থাকা শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৃষ্ট বাংলাদেশকে রক্ষার জন্য লড়াই করে চলেছেন। পাশে বহু লোক দেখা গেলেও এ যুদ্ধে সিরাজের মতো তিনিও একা। কিন্তু পার্থক্য এই, শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ আছে, ২০০৭-০৮ সালে তার একটা পরীক্ষা হয়ে গেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে এ যুদ্ধে শেখ হাসিনাকে জিততে হবে। সুতরাং আজকের মোহনলাল-মীরমদনরা হুঁশিয়ার।

    লেখক : রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com