মুরাদ খান মানিকগঞ্জ থেকে
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে বাদ দিয়ে মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম।
ঘিওর-দৌলতপুর-শিবালয় অঞ্চল নিয়ে গঠিত মানিকগঞ্জ ১ আসনে সাবেক এমপি সহ ৯ জন হেভিওয়েট প্রার্থী দলীয় মনোয়ন পেতে জোর লবিং এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালায়।
সিঙ্গাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ অঞ্চল দিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে ১২ জন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীকে টপকে তৃতীয় বারের মত দলীয় মনোনয়ন পেলেন বিশ্ববরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
এছাড়া সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসনে আবারো দলীয় মনোনয়ন পেয়েছেন উন্নীত মানিকগঞ্জের রূপকার সকলের প্রিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এই আসনেও দলীয় মনোনয়ন পেতে ৬ জন প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।
এদিকে মানিকগঞ্জের তিনটি আসলেই নৌকার মাঝি নির্ধারিত হওয়ার পর মানিকগঞ্জে আনন্দের বন্যা বয়ে যায়। দলীয় নেতাকর্মী অসমর্থনকারীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে।