পুকুরের মাটি কাটতে গিয়ে দিনাজপুরের বিরলে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে বিরল উপজেলার শহরগ্রাম ইউপি’র আকরগ্রাম এলাকায় শ্রমিকরা পুকুর থেকে মাটি কাটার সময় এটি উদ্ধার করে।
জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বিরলের শহরগ্রাম ইউপি’র আকরগ্রাম এলাকায় ৪০ দিনের কর্মসূচির শ্রমিকরা পুকুর থেকে মাটি কেটে রাস্তায় দেয়ার সময় এক শ্রমিককের কোদালে লেগে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশ-পাশের লোকজন ভিড় করতে থাকে।
বিরলের শহরগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি বিরল থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com