ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি নাবিলের শ্রদ্ধা। ঢাকায় ধানমন্ডীর ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও অন্নান্যরা। পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায়া সোমবার (২৭ নভেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কাজ শুরু করেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী এনাম আহমেদ, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, শরিফুল ইসলাম ও আবু সিদ্দিক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন অন্নান্যরা।
প্রসঙ্গত গত তিন টার্ম ধরে যশোর ৩ আসনে সংসদ সদস্য আছেন কাজী নাবিল আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। মঈন উদ্দীন যশোর জেলা প্রতিনিধি এ ডি বি বাংলা।