ঢাকাMonday , 27 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুয়াশাচ্ছন্ন সকাল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

    admin
    November 27, 2023 4:36 am
    Link Copied!

    রিপোর্টঃ এস ,এম শাহ্ জালাল, মাদারীপুর।

    হেমন্তের বিদায়ে শীতের আগমন,
    বাংলাদেশ ষড় ঋতুর দেশ।ঋতু পরিক্রমায় এবার আগমন হচ্ছে শীত ঋতুর।
    ঋতুরাজ যদি হয় বসন্ত তাহলে শীত ঋতুকে রানী বলাই যায়।
    গ্রামীণ জনপদের বিশেষ একটা উপলক্ষ বয়ে নিয়ে আসে শীতকাল।
    ফুল ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়াও। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, বাইরে বের হলেই দেহে কাঁপুনি।

    সূর্যটাও দেখা দিচ্ছে খানিকটা দেরিতে।গাছিরা যত্ন নিতে শুরু করেছে খেজুর গাছের।খুব শিগ্রই গ্রামীণ জনপদের মানুষ স্বাধ পেতে শুরু করবে খেজুরের রস।

    বাজারে দেখা মিলছে শীতকালীন সবজি শীম, মুলা, ফুলকপি, বাধাকপি, লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি। এ যেন শীতেরই উঁকি।

    ষড়ঋতুর চতুর্থ ঋতু হেমন্তের পরই আগমন ঘটে চিরন্তর সৌন্দর্য্যের ঋতু শীতের।শীত আসলেই প্রকৃতি নিজেকে সাজানোর ঢঙ্গে ব্যস্ত হয়ে পড়ে।

    শীতের সকালের রয়েছে অনন্য সৌন্দর্য ও মাধুর্য। ঘন কুয়াশায় কনকনে শীতের অনুভূতি। শীত আসলেই ঝরে যায় বৃক্ষের পত্রপল্লব।
    প্রকৃতিতে নামে শুষ্কতা, রিক্ততা।

    শীতকে উপেক্ষা করে লোকজন বেরিয়ে পড়ে তার আপন কাজে। শীতকে মানিয়ে নিতে মানুষ খুঁজে নেয় গরম অনুভূতির নানা উপায়। গায়ে জড়িয়ে নেয় নানা রকম শীতবস্ত্র।

    শীতে পাওয়া যায় খেজুরের রস। গাছিরা ভোররাতে গাছ থেকে রসের হাড়ি নামিয়ে থাকে।
    সেই রশ দিয়ে গাঁয়ের বধুরা হরেক রকমের পিঠা ও মিঠা তৈরী করে থাকে।

    তবে শীতের আশীর্বাদ হচ্ছে প্রকৃতিতে নানারকম ফসলের আগমন। শীতকালীন সবজি সবচেয়ে মজাদার।শীতকালে শীম, কপি,পালংশাক, মূলাশাক, লাউ পাওয়া যায় বেশি পরিমাণে।

    তবে শীত মানে যে শুধু আনন্দ আর সৌন্দর্য্যের উপভোগ তা নয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে শীত আসে অভিশাপ হয়ে। উপযুক্ত শীত বস্রের অভাবে তারা মানবেতর জীবনযাপন করে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের কথাও ভাবতে হবে।
    আর্ত মানবতার নতুন দিগন্তের শুভ সুচনা হোক, শীতের সকালের সুর্যের ন্যায়।

    ডাক্তার মোঃ শিবলী রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য -কমপ্লেক্স,কালকিনি, মাদারীপুর,বলেনঃ শীতে, শীত কালিন অসুখ বিসুখ বেশী হয়ে থাকে যেমন ঠান্ডা, ঠান্ডা কাশি,বাচ্চাদের ঠান্ডা থেকে নিউমনিয়া ইত্যাদি। তাই বাহিরে বের হবার ধুলোবালি থেকে বাঁচতে সময় অবশ্যই মার্কস ব্যবহার করতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST