আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী বর্তমান সরকারের ৭১ জন সংসদ সদস্য এবার বাদ পড়েছেন। তবে আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছেন এমন নতুন মুখ রয়েছেন ১০৪ জন।
রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান ৭১ জন সংসদ সদস্য (এমপি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এসব এমপিদের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন নতুন ও পুরোনো কিছু নেতা