ঢাকাThursday , 25 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশকের উদ্বোধনী ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

    admin
    January 25, 2024 8:43 pm
    Link Copied!

    মোঃ হাসমত আলী অপু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
    ২৫শে জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাবলিক লাইব্রেরির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ পরবর্তীতে পাবলিক লাইব্রেরি থেকে কাস্টমস মোড়স্থ জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা। পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মোস্তাসিম জোবায়ের জয়। আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক টুটুল আলী, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মাতিন মিয়া ও ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক নাজমুল হক।
    বক্তাগণ তাদের বক্তব্যে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরে আলোচনা করেন-
    # শিক্ষাক্রম -২০২১ স্থগিত কর
    # সর্বজনীন – বিজ্ঞানভিত্তিক- সেক্যুলার – বৈষম্যহীন ও একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার সংগ্রাম বেগবান কর
    # ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোল
    স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পূর্ণ হয়েছে।সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে সর্বজনীন গণতান্ত্রিক একইধারার শিক্ষা দেওয়ার কথা থাকলেও আজও তা নিশ্চিত করা হয়নি। বরং এই ৫৩ বছরের শাসকশ্রেণি সেই ধারার বিপক্ষে কাজ করেছেন।শিক্ষাকে একটা বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে। টাকা যার শিক্ষা তার এই নীতিতে চলছে শিক্ষা ব্যবস্থা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা উপকরণের দাম। এই ব্যয়বৃদ্ধির বাজারে আজকে যে কিশোরকে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার কথা সে আজ শিশুশ্রমিকে পরিণত হয়েছে। যে কিশোরীর আজকে স্কুল- কলেজে থাকার কথা সে স্বামীর সংসার সামলাতে ব্যস্ত। তার কারণ তাদের অভিভাবক তাদের শিক্ষার ব্যয় বহন করতে পারছেন না। আমাদের শ্রম আইনে শিশুশ্রম নিষিদ্ধ হলেও শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রক্রিয়ায় অর্থাভাবে একজন শিশু তার শিক্ষাজীবন সমাপ্ত করতে পারে না। সে শ্রমিকে পরিণত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার অধিকার রক্ষার সেই ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশ থেকে ছাত্র সমাজের প্রতি সেই আকাঙ্খা পূরণের সংগ্রামে শামিল হওয়ার আহবান জানিয়ে ও সমাবেশ শেষে মিছিলের মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের কর্মসূচি ঘোষণা করে এই উদ্বোধনী ছাত্র সমাবেশ ও মিছিল কর্মসূচি শেষ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com